শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার



সিলেটের বালাগঞ্জ উপজেলাস্থ ঐহিত্যবাহী জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল রবিবার (১৫ ডিসেম্বর) জামেয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

বার্ষিক মাহফিলে ওয়াজ পেস করবেন – শায়খুল হাদিস হযরত মাও: মাসউদ আহমদ, বাঘার হুজুর। হযরত মাও: মুখলিছুর রহমান, কিয়ামপুরী। হযরত মাও: রশিদুর রহমান ফারুক পীর সাহেব,বরুনা। হযরত মাও: আব্দুল মতিন, ধনপুরী। হযরত মাও: আব্দুর রহমান গহরপুর। হযরত মাও: তাফাজ্জুল হক আজিজ, ঢাকা। হযরত মাও: সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। হযরত মাও: মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গলী। হযরত মাও: আব্দুর রহিম জিহাদী।হযরত মাও: জাকারিয়া আহমেদ জাবের,সিলেট। হযরত মাও: হিফজুর রহমান হেলালী। হযরত মাও: আব্দুল আজিজ সিরাজী। এছাড়াও উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বালাগঞ্জ উপজেলার স্থানীয় আলেমরা আলোচনা করবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!