শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী উস্তার মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ



আজ ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী মোহাম্মদ উস্তার মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করার সময় প্রথমে মার্চ মাসে পাক হানাদার বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন এবং এপ্রিল মাসে মুক্তি পান। পরবর্তীতে আবার ও জুন মাসের মাঝামাঝিতে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তিনি ও তাঁর ছোট ভাই পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং নির্যাতনের শিকার হন। দীর্ঘ ৬ মাস কারাভোগ ও নির্যাতনের পর ১৬ই ডিসেম্বর সিলেট কোতোয়ালি থানা থেকে বিজয় উল্লাসে জেলের তালা ভেঙ্গে জয় বাংলা শ্লোগান দিতে দিতে মুক্তিলাভ করেন।

এদিকে দেশ প্রেমিক এ মুক্তিযোদ্ধার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী তাঁর মেঝ ছেলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা কাজী মোঃ শাহজাহান জানান, দেশে বিদেশে তাঁর বাবার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে বিশেষ মোনাজাত ও দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কাজী উস্তার মিয়া ১৯২৯ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও কাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। জীবদ্দশায় তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা ও আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে তৃণমূলে আমৃত্যু কাজ করে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!