বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গত সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, সাধারণ ছাত্র-ছাত্রী ও গার্লস ইন স্কাউটের উদ্যোগে কুচকাওয়াজ, আলোচনা ও পুরস্কার বিতরণ।
সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
শিক্ষক রুহুল আমিন ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. লাল বক্স, কলেজ গভর্ণিংবডির সদস্য আতিকুর রহমান, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, প্রভাষক কয়েস আহমদ, সালেহ আহমদ, গউছ উদ্দিন, মো. জাকারিয়া টিপু, এলিজা বেগম, ইকবাল আহমদ, ওয়াসিমুর রহমান, শিক্ষক রিপন চন্দ্র বর্মণ, অসিত চন্দ্র দাস, আফসার উদ্দিন, মফিজুল ইসলাম, ইব্রাহিম মিয়া, হাসান আহমদ, মাসুদা বেগম, রুহিনা বেগম, হেলাল উদ্দিন, মো. মেহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।