হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডা, তবুও থেমে নেই দর্শক-শ্রোতাদের মুগ্ধতা। পবিত্র কোরআন তেলাওয়াত, বিষয়ভিত্তিক আলোচনা, হামদ-না’ত এবং ইসলামিক সঙ্গীত প্রভৃতি নিয়ে ‘হাফলাতুশ্ শাবাব’ (ইয়ুথ কনফারেন্স) নামে এক ব্যতিক্রমী আয়োজন করেছিল বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের সচেতন যুব সমাজ। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত এ মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে শত শত ধর্মপ্রাণ মানুষ এসব আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুলতান (রহ.) মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফয়জুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে বক্তৃতা করেন মাওলানা নূ’মানুল হক চৌধুরী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ফুরহাতুল হক চৌধুরী, মাওলানা রাহাতুল হক চৌধুরী, মুফতি সাফওয়ানুল হক চৌধুরী, মাওলানা জিয়াউল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব সিলেট, জমজম সাংস্কৃতিক ফোরাম এবং সুলতানী ছাত্র কাফেলার শিল্পীরা।