রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এর ক্রিকেট প্রতিযোগিতায়

দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ বালাগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন



৪৯তম জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এর ক্রিকেট প্রতিযোগিতায় বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়কে ৮উইকেটে পরাজিত করে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক ফাহিম।

এদিকে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বালাগঞ্জে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, রফিকুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদার প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!