রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান দিল কাপ্তান হোসেইন কল্যাণ ট্রাস্ট



বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫০হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন মোহাম্মদ কাপ্তান হোসেইন ইসলামী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে এ অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ সৌদি আরবের সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেইন ইসলামী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ কাপ্তান হোসেইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ সৌদি আরবের সহসভাপতি মো. আজমত হোসেইন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ২৫জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে নগদ ২হাজার টাকা করে ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম।

শিক্ষক রিপন চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – কলেজ গভর্ণিং বডির সদস্য মুখলিছুর রহমান, রুকিয়া বেগম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জেসমীন বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী শামীম আহমদ এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!