স্মৃতির পাতায় আঁকা,
সুখের পসরা মাখা।
দেড় যুগ ফেলে আসা,
সুখ স্মৃতি ভালোবাসা।
ফিরে পেতে বারবার,
এক হয়ে একাকার।
দায়বোধ কাঁধে নিয়ে,
সব সাথী এক হয়ে
স্মৃতিময় ক্যাম্পাসে,
হৃদয়ের ক্যানভাসে।
একই স্বরে এক হই,
বাংলা সাতানব্বই।
স্মৃতির পাতায় আঁকা,
সুখের পসরা মাখা।
দেড় যুগ ফেলে আসা,
সুখ স্মৃতি ভালোবাসা।
ফিরে পেতে বারবার,
এক হয়ে একাকার।
দায়বোধ কাঁধে নিয়ে,
সব সাথী এক হয়ে
স্মৃতিময় ক্যাম্পাসে,
হৃদয়ের ক্যানভাসে।
একই স্বরে এক হই,
বাংলা সাতানব্বই।