শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

স্মৃতি : মাহবুব আহমদ শাহজালাল



স্মৃতির পাতায় আঁকা,
সুখের পসরা মাখা।
দেড় যুগ ফেলে আসা,
সুখ স্মৃতি ভালোবাসা।
ফিরে পেতে বারবার,
এক হয়ে একাকার।
দায়বোধ কাঁধে নিয়ে,
সব সাথী এক হয়ে
স্মৃতিময় ক্যাম্পাসে,
হৃদয়ের ক্যানভাসে।
একই স্বরে এক হই,
বাংলা সাতানব্বই।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!