শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে আর নেই



সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি প্রবীণ অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১:১৭ ঘটিকার সময় পরলোকে গমন করেছেন। তাঁহার শেষকৃত্য অনুষ্টান সিলেট চালিবন্দর মহা শশ্মানঘাটে বিকাল ৩ ঘটিকার সময় সম্পন্ন হয়েছে।

তাঁহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন – বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার। পৃথক পৃথক বিবৃতি শোক প্রকাশ করে তাঁহারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দিব্যান্ লোকান্ স্বগচ্ছতুঃ।

মৃত্যুকালে অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে স্ত্রী ও ৫ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!