আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। দলের গত জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে তাঁকে মনোনয়ন দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন অভিন্ন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। কিন্তু দল থেকে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। সাঈদ খোকনের নিয়োগের মধ্য দিয়ে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৭৭টি পদ পূর্ণ হলো। আর চারটি পদ ফাঁকা আছে।