শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ সৎসঙ্গের উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব অনুষ্ঠান সম্পন্ন



বালাগঞ্জ সৎসঙ্গের উদ্যোগে দুই দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বালাগঞ্জ শ্রী শ্রী মদন মোহন জিউ আশ্রম প্রাঙ্গনে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম এ জন্ম মহোৎসবের শুরু হয়। সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমবেদ রিনতি প্রার্থনা ও সদগ্রস্থাদি পাঠ ও সৎসঙ্গ অধিবেশনের মধ্য দিয়ে তা শুরু। পরে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন সুনামগঞ্জ তেঘরিয়ার যাজক, পন্ডিত শ্রীযুক্ত বিনয় ভুষন তালুকদার।

২৪ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল – ভোর ৪:৩১ মিনিটে নহবৎ, ৫:১ মিনিটে উষা কীর্ত্তন, ভোর ৬:৩২ মিনিটে প্রাতঃকালীন সমবেত প্রার্থনা, সহগ্রস্থাদিপাঠ এবং বিশ্বশান্তি কামনায় নাম জপ, সকাল ৭:১ মিনিটে স্থানীয় শিল্পীদের পরিচালনায় ভজন সঙ্গীত, সকাল ৯:১ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ বর্ণাট্য শোভাযা, সকাল সাড়ে দশটায় বানী প্রতিযোগীতা বিষযঃ শ্রীশ্রী ঠাকুরের অমিয় বানীর তাৎপর্য। ১১:১০ মিনিটে মাতৃ সম্মেলন বিষয়ঃআর্দশ সমাজ গঠনে নারীর ভুমিকা, ১২:৪০ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের ভাবার্দশে লীলা সংকীর্তন পরিবেশনায় চট্রগ্রাম থেকে আগত মৃনাল কান্তি দাস ও তার দল, দুপুর ১:০০ টায় ভান্ডায়ায মহা প্রসাদ বিতরণ। ৩:৩০ মিনিটে ধর্ম সভা বিষয়ঃ শ্রী শ্রীঠাকুরের দিব্যজীবন ও আচার্য্য পরস্পরা। ৫:৩০ মিনিটে সন্ধ্যাকালীন সমবেত বিনতি প্রার্থনা ও সহগ্রস্থাদি পাঠ। ৬:০০ টায় দলীয় ভজন কীর্তন, রাত ৭:০০টায় শ্রী শ্রীঠাকুরের ভাবাদর্শে লীলা সংকীর্তন পরিবেশনায় ঈশ্ববানী সম্প্রদায় শ্রীমিলন মজুমদার বরিশাল। রাত ১০:০০ টায় তৎপর পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে ।

উক্ত মহোৎসবে ব্যাপক ভক্ত বৃন্দের সমাগম ঘটে। সুষ্ঠু ও সুন্দর ভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎসব কমিটির সভাপতি জ্যোতিম্ময় দাস তালুকদার যীশু ও সাধারন সম্পাদক সুমন দাস।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!