বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়



‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট থেকে ০৩সেপ্টেম্বর চলমান মৎস্য সপ্তাহের প্রথমদিনে শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ-২১ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির সভাপতি রোজিনা আক্তার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, রজত চন্দ্র দাস ভুলন, মো. আব্দুশ শহিদ, তারেক আহমদ, জাগির হোসেন, আমির আলী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!