বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সালিশ ব্যাক্তিত্ব সুন্দর আলী কনই মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ইউনিয়ন অফিসের সামনে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এর পূর্বে তাঁর সম্পর্কে আলোচনায় অংশ নেন – বিশিষ্ট মুরুব্বী হাজী লাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সুন্দর আলী কনই মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ এলজিইডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আহাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক। পৃথক পৃথক শোকবার্তায় ব্যক্তিবর্গ বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সালিশ ব্যাক্তিত্ব সুন্দর আলী কনই মিয়া গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টা ১৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি ছাড়াও বালাগঞ্জ ফিরোজাবাগ মাদ্রাসা ও বালাগঞ্জ আদর্শ মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ এর বালাগঞ্জ প্রতিষ্ঠা কেন্দ্রের ব্যাবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক ছিলেন।