ছিদরাতুল মুনতাহা হৃদি।। ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সামাদ প্লাজাস্থ নিজস্ব হলরুমে ২০২০ সালের এসএসসি মেধাবী পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এ সংবর্ধনা প্রদান করা হয়। ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়ার পরিচালনা ও সভাপতি রাজা সায়মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী।
প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী মেধাবীদের মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন- আমি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করছি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও ভালো ফলাফল অর্জনে তাদের মধ্যে নানামুখী প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়, একই সাথে অনুকরণীয়ও বটে। আমি ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন মহৎ প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটি ইতিবাচক কার্যে সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহসভাপতি মোঃ সামসুদ্দিন আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, সাংগঠনিক সম্পাদক এফ এইচ ফারহান, অর্থ সম্পাদক সাবেল আহমদ এবং সদস্য নাহিদ সুলতান পাশা ও মোঃ ছামি হায়দার প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণীয় ও তথ্যবহুল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত এই এসএসসি পরীক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।