বালাগঞ্জে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে এ পূজার আয়োজন করে।পূজারীরা পূজার্চনা অঞ্জুলি প্রদান করেন। পরে প্রসাদ বিতরন করা হয়।
বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তয়রুনেছা বালিকা উচ্চ বিদ্যালয, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস্তার রেজিনা, কিশলয় কেজি স্কুল, চানপুর যুব সংঘ, উজ্জীবন যুব সংঘ, পাঠশালা, শিশু কিশোর ও হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন ও অনেকে ব্যক্তিগত ভাবে সরস্বতী পূজা করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।