বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে হযরত উম্মর আলী শাহ্ (রহঃ)-এর বার্ষিক ওরস মোবারক সম্পন্ন



হযরত উম্মর আলী শাহ্ (রহঃ)-এর ১১৪তম বার্ষিক পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের তালতলা মোকাম বাড়ীস্থ তাঁহার নিজ বাড়ীতে দিবারাত্রির এ ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকা প্রবাসী পীরজাদা খন্দকার শাহীর ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল, জিগীর-আজগার ও মুর্শিদীগান পরিবেশনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভক্তবৃন্দ, আশেকানগণ এ ওরস উদযাপন করেন। সোমবার বাদফজর আখেরী মোনাজাত এবং শিরনী বিতরণের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত খন্দকার মোশাহিদ আলী (পীর সাহেব)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!