সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদারের মাতা আলিফ জান চৌধুরীর মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আলিফ জান চৌধুরীর মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু এক বিবৃতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মাতা আলিফ জান চৌধুরী (৮০) গত রোববার (০২ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। (বিজ্ঞপ্তি)