সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মঈন, সমাজসেবী ও রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী কলি, নাজিম উদ্দীন খান, বাংলাদেশ বেতারের ঘোষিকা নাজনীন আশা, ২১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মি, সমাজসেবী জান্নাতুল নওশীন আভা ও রোকসানা বেগম প্রমুখ। ।
উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ০৭ (১৯,২০ ও ২১ নং ওয়ার্ড) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা নাজিম রুবি। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। আসন্ন নির্বাচনে তিনি সকলের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগীতা কামনা করেছেন।