সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

মনোনয়নপত্র দাখিল করলেন মাহমুদা নাজিম রুবি



সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মাহমুদা নাজিম রুবি। আজ (২৩ মে) দুপুরে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মঈন, সমাজসেবী ও রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী কলি, নাজিম উদ্দীন খান, বাংলাদেশ বেতারের ঘোষিকা নাজনীন আশা, ২১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মি, সমাজসেবী জান্নাতুল নওশীন আভা ও রোকসানা বেগম প্রমুখ। ।

উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ০৭ (১৯,২০ ও ২১ নং ওয়ার্ড) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা নাজিম রুবি। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। আসন্ন নির্বাচনে তিনি সকলের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগীতা কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!