বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ



বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম এর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের মধ্যে পোষাক, মাক্স, গ্লাভস প্রদান, বালাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ও বালাগঞ্জ থানা পুলিশের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকটিম বালাগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট, বালাগঞ্জ বাজার, নবীনগর, বাসষ্টেশন, কালীগঞ্জ, ইলাশপুর, আদিত্যপুর ও আয়না মার্কেটসহ বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মধ্যে ও করোনাভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচীর সূচনা করেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম। এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সদস্য আবুল কাশেম অফিক, ইউপি সহকারী নিরদ, ইউপি সদস্য জয়দীপ দাস, বালাগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ম আ মুহিত, সাইফুল ইসলাম সেফুল, বোয়ালজুড় বাজার বণিক সমিতির সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, রাবেল আহমদ, হোসাইন আহমদ, সাহিন আহমদ, দিলোয়ার আহমদ, জুবেল তালুকদার, ইকবাল হোসেন, সৌরভ পাল, খালেদ আহমদ, বাপ্পন পুরকায়স্থ, জাহাঙ্গীর আলম, জবরুল আলম, আফজাল হোসেন, আলামিন অভি, অশীম বৈদ্য, মুজিবুর রহমান, আতাউর রহমান রামী, রাজিব সিংহ প্রমুখ।

চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে জনসচেতন করার জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক দল দেশের এই দূর্যোগের সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করবেন বলে ও আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!