সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (১ ফেব্রিয়ারি) ভাষার মাসের প্রথম দিনে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সহকারী শিক্ষক আজহার আলীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি আলীনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের উপলক্ষে বক্তব্য রাখেন – কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আজার আলী, মুসাদ্দর আলী, মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পারভেজ আহমেদ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন – আতিকা তাবাছুম রনি, সোমা আক্তার, নুসরাত জাহান সুইটি, মোঃ গোলাম কিবরিয়া।

এসময় উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রব খোকন, নাসিমা আক্তার, জোনায়েদ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – খলিশাজুড়ি সপ্রাবি প্রধান শিক্ষক শামছুদ্দীন আহমদ, শাবাব মিয়া, ফক্রুল ইসলাম, আব্দুল হক, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, তাছনিদ আহমেদ রেজা, দৈনিক সিলেটের দিনকাল প্রতিনিধি (সাংবাদিক) রাহাদ হাসান মুন্না প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!