শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নছির আহমদ এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে ৬০হাজার টাকার বৃত্তি বিতরণ



বালাগঞ্জের সেবামূলক সংস্থা নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে প্রায় ৬০হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ৮ম জুনিয়র মেধাবৃত্তির সনদ ও বৃত্তি প্রদানের পাশাপাশি কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নছির আহমদ খলকু মিয়া এণ্ড কমরুন্নাহার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সমাজকর্মী আলহাজ্ব নছির আহমদ খলকু মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি এএস মহবুব আহমদ।

ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আকন্দ, ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ট্রাস্টের সহসভাপতি সৈয়দ মোতাহির আলী, ট্রাস্টের সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী এইচএম রেদওয়ান আহমদ, ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের প্রভাষক মো. জাকারিয়া টিপু, ট্রাস্টের সদস্য হাফিজ জুবায়ের আহমদ, সৈয়দ আখতার আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।

অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ১৮জন কৃতি শিক্ষার্থীর মধ্যে ২৯হাজার ৫শ টাকার বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন কওমী মাদ্রাসার ৫জন শিক্ষার্থীকে নগদ ৬হাজার টাকা করে ৩০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তৃতাকালে অতিথিবৃন্দ বলেন, জীবনে উন্নতির পথে শিক্ষাই একমাত্র মাধ্যম যার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া আগামীদিনে জীবন ধারণ অসাধ্য হয়ে দাঁড়াবে, তাই আজকের শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!