এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীকে চেয়ারম্যান আজহার আলী জানান, ওই এলাকার মানুষ আমাকে রাস্থা-সংস্কার কাজ থেকে শুরু করে যে কোন বিষয়ে অবগত করলে আমি যতটুকু পারি সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি আরো বলেন, প্রতি বছর বর্ষাতে আমি এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে সব রকম ব্যবস্থা করে দিয়ে আসছি।
এসময় উপস্থিত ছিলেন – স্থনীয় কৃষক শুভোল মিয়া, মাহমুদ আলী, আশাকার মিয়া, রুস্তুম আলী, ছুরত জামাল, সাজু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।