সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন, কামাল মিয়া ও সিজিল মিয়া। তাহিরপুর সদরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। অন্য পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পশ্চিম দিকে সরকারি রাস্তার দক্ষিণ পাশে ধন মিয়ার জমি রয়েছে এবং রাস্তার উত্তর পাশে সঞ্জব আলী ও মহব্বত আলী, নুরুল ইসলাম, বদিউজ্জামান, শামছু মিয়া, সতীশ পালের জমি রয়েছে।
তবে উত্তর পাশে ধন মিয়া তার জমি রয়েছে বলে দাবি করেন এবং তিনি পিলার দিয়ে সীমানা দেয়ায় একপর্যায়ে উত্তর পাশের জমির মালিকেরা এসে বাঁধা দিতে চাইলে গতকাল সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এই বিষয়ে তাহিরপুর থানা ওসি মোহাম্মদ আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আভিযোগ পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।