শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গহরপুর আল-ফালাহ একাডেমিতে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ ফাউণ্ডেশনের সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।

প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আল-মনোয়ার আঙ্গুরা খাতুন ওয়েল ফেয়ার ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী এইচএম রেদওয়ান আহমদ, অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য সাইফুল ইসলাম, হিউম্যান এইড প্রকল্পের কর্মকর্তা এখলাসুর রহমান, আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার শিশু সদন বিভাগের সুপারেণ্টেণ্ড হাফিজ কুতুব উদ্দিন, একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুন নূর প্রমুখ।

অভিভাবক সমাবেশ শেষে আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার জেডিসি উত্তীর্ণ সরকারি বৃত্তিপ্রাপ্ত ৩৭জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১লাখ ৬হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এসব বৃত্তি লাভ করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!