উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে স্কুল এবং কলেজ শাখার ২জন করে ৪জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১জন বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ৫জন, কলেজ শাখায় ৪জন এবং
সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করেন।
স্কুল শাখার অভিভাবক সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন – আতিকুর রহমান (২শ ৩২ ভোট) এবং তাহির উদ্দিন (২শ ০৩ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা
হলেন – তজমুল আলী (১শ ৯৯ ভোট), শফিকুল হক চৌধুরী (১শ ৯৮ ভোট) এবং জাহিদুল ইসলাম জিলা (৬৫ ভোট)।
কলেজ শাখার বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন – হেলিম উল্লাহ (৮১ ভোট) এবং তজমুল আলী (৭৯ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন – দুদু মিযা (৭৮ ভোট) এবং ফিরোজ আলী (৬৯ ভোট)। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন রোকিয়া বেগম (৩শ ৬১ ভোট)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝিলমিল রাণী পাল পেয়েছেন ২শ ৮৪ ভোট।
এ বিষয়ে আলাপকালে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আফম শামীম এবং প্রধান শিক্ষক খলিলুর রহমান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
নির্বাচন চলাকালে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। নির্বাচন প্রসঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচন পরিচালনা কাজে সংশ্লিষ্ট সকল প্রার্থী, সমর্থক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।