বালাগঞ্জ উপজেলা সদরে ৫০ শয্যায় নির্মিত হচ্ছে নতুন ভবন। ৫০ শয্যায় নির্মিত এই হাসপাতালের নির্মাণ কাজের স্থান পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী কেএম হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কেএইচ তাসফিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, অফিস সহকারী নুরুল ইসলাম, সমাজসেবী সাইস্তা মিয়া, কাজের সাইড তদারককারী আলমগীর হোসেন প্রমুখ। নির্বাহী প্রকৌশলী কাজের স্থান পরিদর্শন করেন এবং নির্মাণ সামগ্রী গুলো দেখেন। তিনি হাসপাতালে ব্যবহারের জন্য বিকল্প সিঁড়ি নির্মাণ কাজের অসন্তুষ্টি প্রকাশ করে সিঁড়িটি সুন্দর ভাবে তৈরী করতে নির্মাতাদের বলেন এবং তার পূর্ব পর্যন্ত বর্তমান সিঁড়িটি ব্যবহার করার জন্য অনুরুধকরেন। কাজের গুণগত মান নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে সেদিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে ও বলেন।
এদিকে কাজের গুণগত মান নিয়ে বালাগঞ্জ হাসপাতাল উন্নয়ন কমিটির গত সভায় ব্যপক আলোচনা হয়েছে। নির্ধারিত সরকারি নিয়মনীতি মেনে যাতে সকাল প্রকার পণ্য টেষ্ট এর মাধ্যমে লাগানো হয় এবং রড, সিমেন্ট, বালুসহ সকল জিনিস যেন মানসম্মত হয় সেদিকে কতৃপক্ষের সুদৃষ্টি রাখার ব্যপারে বিশেষ জোর দেয়া হয়। তারই আলোকে আজ মঙ্গলবার হাসপতালে টিএইচও ডাঃ এইচ এম শাহরিয়ার, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন নির্মাণ সামগ্রী নিয়ে নির্মাতাকারী প্রতিষ্টানের সাথে কথা বলেন। এছাড়া বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুরও ফোনে কাজের গুণগত মান বজায় রাখার জন্য কথা বলেন।
জানাগেছে, আনুমানিক ১৪ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে এ নতুন ভবন নির্মিত হচ্ছে। ভবনের নির্মাণ কাজ পেয়েছে মাইসা কনট্রাকশন। একটি ৭ তলা ভবন, ১টি দুই তলা ভবন, ১ টি এক তলা ভবন এবং রাস্তা সম্প্রসারণসহ আনুষঙ্গিক কাজ হবে বলে নির্মাণকারী প্রতিষ্টানের ম্যনেজার কবির আহমদ জানিয়েছেন।