জেলা পরিষদের অর্থায়নে গত শনিবার (২৯ ফেব্রয়ারি) ৪০ সেট রিং স্লাব বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের অসহায় গরিব পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ।
জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহী এসব রিং স্লাব অসহায় গরীব পরিবারের মধ্যে বিতরণ করেন। এসময় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজমসহ পরিষদের সদস্যবৃন্দ এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের যারা এ কাজে সহযোগীতা করছেন। আমার বরাদ্দ থেকে দেওয়া রিং স্লাব বিতরণে এ ইউনিয়নের ৪০টি পরিবার স্যানিটেশনের আওতায় চলে আসবে এটা ভেবে খুবই ভলো লাগছে।