রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত



বালাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) এ উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার সোরহাব আহমদ এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেবাংশু কুমার সিংহ।

মাওলানা কামরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আলোচনায় অংশ নেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পিএস আই বিকাশ সরকার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, মুক্তিযোদ্বা মোঃ আশরাফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!