বালাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) এ উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার সোরহাব আহমদ এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেবাংশু কুমার সিংহ।
মাওলানা কামরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আলোচনায় অংশ নেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পিএস আই বিকাশ সরকার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, মুক্তিযোদ্বা মোঃ আশরাফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ।