শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের সদস্য মো. আহমদ আলী। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমা বেগমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী ইউছুফ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইরা মিয়া, ছালমা বেগম, সাহেলা বেগম, সাজনা বেগম, শিক্ষক রঞ্জিত মোহন দাস এবং আতিকুল ইসলাম প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!