শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ



বালাগঞ্জে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (০১ মার্চ) শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে। সকাল ১১.৩০ ঘটিকার দিকে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।

ইউএনও দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায আলোচনায় অংশ নেন – উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা প্রতিবন্ধি সেবা কেন্দ্রের শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর বিধান চন্দ্র দাস বিপুল,ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স অফিসার ইনচার্জ কাজী খছরুজ্জামান, পপুলার লাইফ ইন্সুরেন্স এর ওলিউর রহমান এবং বিভিন্ন বীমা কোম্পানীর মাঠকর্মীসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!