বিশেষ প্রতিনিধি :: সিলেটে আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধুর নাম লুবনা (২৩)।খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
জানা যায়- গত ২ বছর আগে আমেরিকা প্রবাসী তৌহিদ আহমদ নিপু’র সাথে বিয়ে হয় লুবনা’র। বিয়ের পর নিপু আমেরিকায় চলে যান। আত্মহত্যার সময় স্বামীর সাথে ভিডিও কলে কথা বলছিলেন লুবনা। এসময় করোনা পরিস্থিতিতে দিনমজুরদের খাদ্যসামগ্রী সহায়তার অর্থ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছি। ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্বামীর সাথে জগড়া করে স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকিটা ময়না তদন্তে মাধ্যমে বুঝা যাবে।



