করোনার চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির উৎপাদনে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা গিলিয়েড সায়েন্সেসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস লিমিটেডের। এর ফলে ভারতসহ ১২৭ টি দেশে করোনা চিকিৎসায় রেমডেসিভির সরবরাহ করার লাইসেন্স পেল সংস্থাটি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় এই লাইসেন্সটি ‘নন-এক্সক্লুসিভ’। ফলে আমেরিকা থেকে রেমডেসিভির আনিয়ে বিশ্বের অন্যত্র সরবরাহের পাশাপাশি করোনা রোগীদের দ্রুত সারিয়ে তুলতে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ওষুধটি বানাতে বা তার উৎপাদন বাড়াতেও পারবে ভারতীয় সংস্থাটি। জুবিল্যান্টের এই অধিকার থাকবে কয়েকটি উচ্চ আয়ের দেশেও।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য এ মাসের প্রথম দিকে এটি ব্যবহারের অনুমোদন দেয়।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, রেমডেসিভির উৎপাদনের জন্য ভারতের তিনটি ফার্মের সঙ্গে চুক্তি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস।
এছাড়াও মার্কিন সংস্থাটি পাকিস্তান ভিত্তিক ফেরোজসন্স ল্যাবরেটরিজ এবং পেনসিলভেনিয়া ভিত্তিক মেলানকে ওষুধ প্রস্তুত করার অনুমতি দিয়েছে। সব মিলিয়ে পাঁচটি সংস্থা ১২৭ টি দেশে সরবরাহের জন্য ওষুধ তৈরি করবে।