দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের পূর্না খলা এবং বীরমঙ্গল গ্রামে দুটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়েছে। সামাজিক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশনের উদ্যোগে এসব টিউবওয়েল স্থাপনের ফলে স্থানীয় ১৫/১৬টি পরিবার বিশুদ্ধ খাবার পানির সুবিধাভোগ করবে।
এদিকে সোমবার (১৫ জুন) সকালে এসব টিউবওয়েল উদ্বোধন করেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। এসময় মোগলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মখবুল আলী, তরিকুন নেছা ফাউণ্ডেশনের বাংলাদেশ টিমের সদস্য কবির আহমদ, মতিউর রহমান, জুবেল আহমদ, ডা. রিয়াজ আহমেদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় সুবিধাভোগীরা এসব টিউবওয়েল স্থাপন করে দেয়ার জন্য সামাজিক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশন এবং ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সুহেল আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।