শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫১ : শনাক্ত ৩০৩৪, সুস্থ ১৭৬২



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। নতুন করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন। আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনের।

আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

দেশের ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!