শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪ : শনাক্ত ২৭০৯, সুস্থ ১৩৭৩



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সব মিলে দেশে ২ লাখ ২ হাজার ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি নমুনা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

দেশের ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!