
বাম থেকে – সভাপতি মো. রকিবুল হাসান কামিল ও সাধারণ সম্পাদক – মারুফ আলম তালুকদার মিজু
সিলেটের বালাগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন পূর্বগৌরিপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে মো. রকিবুল হাসান কামিলকে সভাপতি এবং মারুফ আলম তালুকদার মিজুকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহসভাপতি মির্জা শাওন, সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলামিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল রহমান, প্রচার সম্পাদক বুলবুল আহমদ, সহ প্রচার সম্পাদক আবু সালেহ হোসাইন, অর্থ সম্পাদক শেখ আইয়ুব আলী কাজল, অফিস সম্পাদক আবু হানিফ ফাহিম, সহ অফিস সম্পাদক জুনেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মহিম মুন্না, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামিল ইসলাম, দপ্তর সম্পাদক রহুল আমীন, সহ দপ্তর সম্পাদক মাহবুব তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সালাউদ্দীন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আকুল আহমদ, সদস্য মাসুদ তালুকদার, নজরুল ইসলাম ও সালমান হোসাইন।