সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আলহেরা আইডিয়াল একাডেমিতে শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আলহেরা আইডিয়াল একডেমির পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের ক্রান্তিকালে অভিভাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়া হয় এবং আগামীদিনের পড়াশোনা ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।
সরকার প্রদত্ত বাংলাদেশ সংসদ টিভির ও অনলাইন ক্লাসের বিস্তারিত সারগর্ভ আলোচনা করে সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাসরুটিন প্রদান করে টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়। সরকারের আগামী নির্দেশনা মোতাবেক একাডেমি খোলার সিদ্ধান্ত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন – হাঁড়িয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো. আব্দুল হান্নান, পরিচালনা পরিষদের সহকারি ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল নিখিল রঞ্জন দাস, একাডেমির শিক্ষক সাকিব সারোওয়ার, সাংবাদিক-শিক্ষক জাগির হোসেন, মারুফ আহমদ, আলী আকবর, মুরছালিন আহমদ, শিক্ষিকা রুজী বেগম, রেজী বেগমসহ অভিবাবক মণ্ডলী।