উদ্ভোধনী খেলা ১৪ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার, স্থান উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, এন্ট্রি ফি এক হাজার টাকা, টিম এন্ট্রির শেষ তারিখ ১০ জানুয়ারী, প্রথম পুরুস্কার নগদ বিশ হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি, দ্বিতীয় পুরুস্কার নগদ পনেরো হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় রয়েছেন- দুলাল আহমদ, মোঃ রিজওয়ান, সুমন মিয়া, রুপক দেব, কামরুল ইসলাম মিজু, দেলওয়ার হোসেন লিপু, পারভেজ আহমদ, তরিকুল ইসলাম তুহিন, আনিসুল হক তামিম, টিপু সুলতান টিপু, মেহেদী হাসান পিপলু, আশিক উল ইসলাম, তানভীর আহমদ জনি, হাবিবুর রহমান হাবিব, শাহাদাত হোসেন জিপু।
টিম এন্ট্রির জন্য যোগাযোগ করতে চাইলে- পায়েল আহমদ ০১৮২৯ ৮১৩৯৬৯ / হৃদয় আহমদ ০১৭৪৯ ৫৭৬৬৫৫ / কামরান আহমদ ০১৭৫০ ৫৪২৪৯১/ ফারদিন আহমদ ০১৭৪৭ ৮০৯৮৬০।
উক্ত খেলায় প্রথম পুরুস্কার দাতা সাঈদ আহমদ ইংল্যান্ড প্রবাসী। দ্বিতীয় পুরুস্কার দাতা রাশিদ আলী জাবেদ দুবাই প্রবাসী। বিজ্ঞপ্তি