৩ জানুয়ারি থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাসব্যাপী ক্যাম্প শুরু হবে। এজন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে তাদের ক্যাম্প। ক্যাম্প চলাকালে পাঁচটি সীমিত পরিসরের ম্যাচও খেলবেন সালমা, রুমানারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।
জানা গেছে, ইংল্যান্ডের সাবেক নারী দলের কোচ মার্ক রবিনসনকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় বিসিবি তাকে যুক্ত করছে না। ক্যাম্প শুরুর পর নতুন প্রধান কোচ দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।
নারী ক্রিকেটাররাঃ সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, মল্লিক, ফরিদা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।