যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, যুবলীগ নেতা জামাল আহমদ খানসহ দেশে-বিদেশে করোনাভাইরাস আক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন রোগে অসুস্থ সকলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (০৬ জানুয়ারি) ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার এলাকাবাসীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব খন্দকার বাজার জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন।
মাহফিলে অন্যদের মধ্যে শরিক হন স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক, সমাজকর্মী আব্দুল বারিক, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হারুনুর রশিদ, মাওলানা জহির উদ্দিন, আবরার মোস্তফা খান, সজ্জাদ মিয়া, ডা. আব্দুল জলিল, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা সাখাওয়াত হোসেন, মুকিত মিয়া, আমিনুর রহমান জুনেদ, সুলাইমান খান, জাহিদুল ইসলাম খান প্রমুখ।