এতে উপস্থিত ছিলেন – পিএফজির সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, সিরাজ্জুজামান খান মঙ্গল, এম এ মতিন, আব্দুর রশীদ,কুলসুমা বেগম, সুক্তি রানী দাস, সুজনা বেগম, নিপা বেগম, শাহাবুদ্দীন শাহীন, তুহিন মনসুর, আলা উদ্দিন রিপন, সাইফুল ইসলাম শেফুল, ফেরদৌস আহমদ লয়লুছ, জুয়েল আহমদ, রাজনীতিবিদ আজিজুর রহমান লকুছ, সাংবাদিক শাহ এস এম হেলাল, জাগির হোসেন, তারেক আহমদ প্রমুখ।
ফলোআপ মিটিংয়ে ঢাকায় প্রশিক্ষণে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। মাদক বিরোধী মানববন্ধন, শীতার্তদের মধ্যে চাদর বিতরণের ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।