লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের রাণীর জন্মদিনে বিশেষ খেতাব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি খন্দকার নুরুর রহমান (পাশা খন্দকার)। গত শুক্রবার রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ‘মেম্বার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার’ (এমবিই) খেতাব পান এ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতা।
প্রতি বছর জন্মদিন ও নববর্ষ উপলক্ষে রাণী নাইট হুড, সিবিই, ওবিই, এমবিই ইত্যাদি খেতাব দিয়ে থাকেন। এবার যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১ হাজার ৫৭ জনকে বিভিন্ন সম্মাননা দিয়েছেন রাণী।
যুক্তরাজ্যে বাংলাদেশি সবচেয়ে বড় ও পুরনো সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন’-এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার। বাংলাদেশি ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নের বিশেষ অবদান ও তার স্থানীয় এলাকা কেন্টের আইলসফোর্ডে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।