রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে মাওলানা আজম আলী ট্রাস্টের কম্বল বিতরণ



ওসমানীনগর উপজেলার মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়। প্রয়াত মাওলানা আজম আলীর দুই ছেলে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী মাহফুজুল করিম ও মাসুদুল করিমের অর্থায়নে ১শ’টি কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রাস্টের উপদেষ্টা সদস্য ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা সদস্য মো. মুকিত মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা সদস্য সামসুল ইসলাম হিরা। মোনাজাত পরিচালনা করেন অলিউর রহমান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!