বৃটেনের লণ্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমদের বিশেষ আমন্ত্রণে ঐতিহাসিক টাউন হল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (৯ এপ্রিল) টাওয়ার হ্যামলেটস বারার ফার্স্ট সিটিজেন ও স্পিকার কাউন্সিলর শাফি আহমদ ও ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম তালুকদার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তাঁরা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রায় দু’ঘণ্টা পুরো টাউন হল ঘুরে দেখান। পরে স্পিকারের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্পিকার কাউন্সিলর শাফি আহমদ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন – ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর আবু চৌধুরী, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর আনা মিয়া, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর আব্দুল মান্নান। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন – লণ্ডন এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর ট্রেজারার সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জাসাস নেতা আব্দুস সালাম, লণ্ডন স্পোটিফ এর বোর্ড অফ ডাইরেক্টর মুহি মিকদাদ, শিমুল প্রমুখ।