শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শোক



খ্যাতিমান সাংবাদিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

১৪ই জুলাই ( মঙ্গলবার) ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা আহ্বায়ক রাজা সায়মন শোক এক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নিভে গেল সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সততা ও সাহসিকতার প্রতীক। নির্ভীক এই সাংবাদিক দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকাল সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকায় কাজ করেছেন। দেশের সাংবাদিকতা জগতে তার অবদান অপরিসীম।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে গোলাম সারওয়ারের নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার। শৌখিন, কুটিরশিল্পসদৃশ সংবাদপত্রের ক্ষীণ বলয় থেকে বৃহৎ কলেবরের সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম সফল পথিকৃৎ সম্পাদক গোলাম সারওয়ার। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সাংবাদিক গোলাম সারওয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!