শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এশিয়া কাপের প্রাথমিক দলে আছেন মুমিনুল ও সাকিব



আগামী মাসে দুবাইয়ে ৬ জাতির এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এশিয়া কাপের আগে আঙুলে অস্ত্রোপচার করাতে চান সাকিব। কিন্তু বোর্ডের চাওয়া, এশিয়া কাপের পর।বোর্ডের চাওয়াটাই কি তবে মেনে নিচ্ছেন সাকিব!

তাছাড়া ৩১ সদস্যের দলে আছেন মুমিনুল হক। সম্প্রতি আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ১৩৩ বলে ১৮২ রানের তুখোড় ইনিংস খেলেন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ হলেও আয়ারল্যান্ড ‘ এ’ দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। এ কারণেই হয়তো দলে রাখা হয়েছে সৌম্যকে।

ইনজুরির কারণে বিবেচনা করা হয়নি পেসার তাসকিন আহমেদকে। ফজলে রাব্বি, খালেদ ও শরিফুল ডাক পেয়েছেন প্রথমবার। ৩০ বছর বয়সী ফজলে রাব্বি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৪ বছর ধরে। সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ও আয়ারল্যান্ড ‘এ’দলের বিপক্ষে বেশ ভালো পারফরম্যান্স দেখান।

‘এ’ দলের হয়ে পারফরম্যান্সই দুয়ার খুলে দেয় খালেদ ও শরিফুলের জন্য। ২৫ বছর বয়সী খালেদ শুরুতে এবার ‘এ’ দলে ছিলেন না। শরিফুল অসুস্থ হওয়ার পর তার বদলি হিসেবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ডাক পান খালেদ। সেই ম্যাচে নেন ৪ ডানহাতি পেসার। গত দুই সিরিজেই ‘এ’দলের সেরা বোলার ছিলেন তিনি।

৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড : মাশরাফি বিন মোর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালিদ আহমেদ, জাকির হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!