সম্প্রতি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুরকে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদ জনসাধারণে বিভ্রান্তি ছড়িয়েছে। জনসাধারণকে বিভ্রান্তিতে ফেলা প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা প্রদান করে আওয়ামী লীগ নেতা মোস্তাকুর রহমান মফুর সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাঁর এই বিবৃতি বালাগঞ্জ প্রতিদিনের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
বিভিন্ন সাংবাদ মাধ্যমে ‘বিএনপি নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নেতার মনোনয়ন জমা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই সংবাদের সাথে আমি ভিন্ন মত প্রকাশ করছি।
আমার সুনাম ক্ষুন্ন করার জন্য বিশেষ একটি মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মিথ্যা ও বানোয়াট তথ্যের উপর নির্ভর করে সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক। হলুদ সাংবাদিকতা থেকে বিরত থেকে তথ্য যাচাই বাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।
ধানমন্ডিস্থ দলীয় সভাপতির কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার সময় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশীদ জায়েদ, প্রবাসী আওয়ামী লীগ নেতা আজমল বেগ ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ আমার সাথে ছিলেন। এছাড়া অন্য কেউ আমার সাথে ছিলেন না। সংবাদে প্রকাশিত ছবির মহিলার সাথে আমার কোন সর্ম্পক নেই। এই মহিলার নাম পরিচয়ও আমার জানা নেই। এই মহিলা আমার সাথে থাকার যে তথ্য সংবাদে প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। আর ধানমন্ডিস্থ দলীয় সভাপতির কার্যালয় সংরক্ষিত একটি এলাকা। এই কার্যালয়ে প্রবেশে অনেক কড়াকড়ি রয়েছে।
আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সুনাম নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ অব্দি আওয়ামী লীগ ও বঙ্গন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্ছুত হইনি। রাজনীতির মাধ্যমে মানব সেবাকে ব্রত মনে করে জীবনের বহুলাংশ সময় পার করে এসেছি। কোন ধরনের লোভলালসাই আমাকে আওয়ামী লীগ ও বঙ্গন্ধুর আদর্শ থেকে সরাতে পারেনি।