বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে ১৮ মার্চ সারাদেশের ১২৯টি উপজেলা পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার নামও উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের খবরে আনন্দ ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। দীর্ঘদিন পর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণায় ৫টি ইউনিয়নের প্রায় ৭৩ হাজার ভোটারদের মধ্যে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন।
এর আগে, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারকালে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি উপজেলার মানিককোনা গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তি উচ্চ আদালতে গেজেটে ত্রুটিজনক কারণ দেখিয়ে একটি রিট পিটিশন করেন। রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালত ১৮ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল স্থগিত ঘোষণা করেন।