ফেঞ্চুগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর কুশিয়ারা ইউনিয়ন কমপ্লেক্সের জন্য ভূমি দান করার আশ্বাস দিয়েছেন কটালপুর গ্রামের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী আফরোজ আহমদ সেলিম।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন বিষয়ের সভায় ভূমি দানের এ ঘোষণা দেন আফরোজ আহমদ সেলিম।
তিনি বলেন, উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী অবস্থিত তার মালিকানাধীন ৬০ শতক ভূমি উত্তর কুশিয়ারা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপনের জন্য দান করবেন। এছাড়াও এই ভূমির সাথে তিনি জায়গা ভরাটের জন্য আরো ১০ লাখ টাকা দিবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ভূমি দাতা না পাওয়ায় দীর্ঘদিন থেকে নবগঠিত উত্তর কুশিয়ারা ইউনিয়ন কার্যালয় স্থাপন করা সম্ভব হয়নি।