পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। আসন্ন নির্বাচনে তিনি দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (১০ মার্চ) ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বালাগঞ্জ উপজেলাসহ সিলেটের ১২টি উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ দিকে দলের মনোনয়ন লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোস্তাকুর রহমান মফুর। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্য এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনসহ দেশের সকল উপজেলায় স্বাধীনতার প্রতীক নৌকার বিজয়ের জন্য বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলের বিজয় নিশ্চিত করবেন এমনটাই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যত সফলতা রয়েছে, তা আমাকে যাঁরা সমর্থন ও সহযোগীতা করেছেন তাঁদের। আর ব্যর্থতার দায় আমার নিজের। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের সমর্থন, সহযোগীতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মোস্তাকুর রহমান মফুর ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।
আগামী ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বালাগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ।