বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া চাকুরী জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় তাঁকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (২২ জুলাই) বিদ্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুনিম।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. শিরমান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুমের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহমদ আলী কাঁচা, যুক্তরাজ্য প্রবাসী ফরহান নুর চৌধুরী, অভিভাবক সমিতির সভাপতি কবির উদ্দিন সেলিম, ম্যানেজিং কমিটির সহসভাপতি দৌলত মিয়া এবিন, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, ডা. আবুল বাশার বাদশা, শিক্ষানুরাগী এমরানুর রহমান ইমরান, ময়নুল ইসলাম, আনছার খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, বিদ্যালয়ের শিক্ষক শিল্পী রাণী দেন নাথ, জয়ন্তী চক্রবর্তী, রিমা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য লালন মিয়া, জেসমিন বেগম, খন্দকার আব্দুর রকিব মেম্বার, কলসুমা বেগম, ইব্রাহিম খলিল, অভিভাবক সমিতির সদস্য লায়লা বেগম, আব্দুল কাইয়ুম, ফরিদা বেগম, রাহেলা বেগম, মো. আব্দুস শহীদ, সিলেট কর্মসহায়ক উন্নয়ন সংস্থার সভাপতি কামরান হোসেন দারা, সাবেক ছাত্রনেতা সামছুল হক লেচু, সেলিম আহমদ, তুরন মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বিদায়ী প্রধান শিক্ষক মোঃ সমছু মিয়ার উক্ত বিদ্যালয়ের ১৪বছরের শিক্ষকতা জীবনের চিত্র তুলে ধরেন তাঁকে ধন্যবাদ জানিয়ে বক্তারা তাঁর অবসর জীবনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় করেন।সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী তাইয়িবা মারিয়া, মাহিয়া, ছালিহা ও মাবিহা। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে ক্রেষ্ঠ ও প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী ছালিহা বেগম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!